শিরোনাম
Loading...
Saturday, July 4

Info Post

Parcetamol Tablet Description and Medicine
প্যারাসিটামল ট্যাবলেট ৫০০ মিঃ গ্রাঃ
ঔষুধের পরিমানঃ 
Paracetamol Tablet, 500 mg (প্যারাসিটামল বড়ি, ৫০০ মিলিগ্রাম)

যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবেঃ
(১) জ্বর, সর্দিজ্বর এবং ইনফ্লুয়েঞ্জা
(২) যে কোন ধরণের স্বল্প থেকে মাঝারি ব্যথা। যেমন, মাথা ব্যথা, কানে ব্যথা, শরীর ব্যথা, দাঁত ব্যথা, বাতের ব্যথা, স্নায়ু প্রদাহ জনিত ব্যথা,  ঋতুস্রাবের ব্যথা, মচকে যাওয়ার ব্যথা ইত্যাদি। তাছাড়া অন্ত্রে ব্যথা, কোমরে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব-পরবর্তী ব্যথা, প্রদাহ জনিত ব্যথা ও শিশুদের টিকা দেবার পরের জ্বর ও ব্যথা। বাত ও অষ্টিওআর্থ্রাইটিস - এর দরুণ সৃষ্ট ব্যথা ও অস্থিসংযোগ সমূহের অনমনীয়তা।

সেবন মাত্রাঃ 
শিশুর বয়স ১ বছরের কম হলে প্যারাসিটামল ট্যাবলেট ব্যাবহার না করে সাসপেনশন খাওয়ানো উত্তম । খালিপেটে খাওয়া যাবে না । প্যারাসিটামল সাসপেনশন সম্পর্কে এখানে বিস্তারিত উল্লেখ আছে।

*১ বছর থেকে ৫ বছর বয়স পর্যন্ত: 
একটি বড়ির চারভাগের একভাগ (১/৪) থেকে অর্ধেক (১/২) বড়ি ৬ ঘন্টা পরপর বা দিনে ৪ বার । জ্বর বা ব্যাথা বেশী হলে ৪ ঘন্টা পরপর বা দিনে ৬ বার।  

*৫ বছর থেকে ১২ বছর বয়স পর্যন্ত:  
অর্ধেক (১/২) থেকে ১টি বড়ি ৬ ঘন্টা পরপর বা দিনে ৪ বার । জ্বর বা ব্যাথা বেশী হলে ৪ ঘন্টা পরপর বা দিনে ৬ বার।

প্রাপ্ত বয়স্কদের জন্য: 
১টি বা ২টি বড়ি ৬ ঘন্টা পরপর বা দিনে ৪ বার । জ্বর বা ব্যাথা বেশী হলে ৪ ঘন্টা পরপর বা দিনে ৬ বার।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
(১) গর্ভাবস্থায় না খাওয়াই ভাল  (২) কিডনি অকার্যকর হল (৩) লিভার বা যকৃতের কোন রোগ হলে।

পার্শ্ব প্রতিক্রিয়া: 
(১) বমি বমি ভাব বা বমি হওয়া (২) ক্ষুধামন্দা (৩) গলা, বুক জ্বলা ও টক ঢেকুর ওঠা (৪) পেপটিক আলসার থাকলে পেট ব্যথাসহ অন্যান্য লক্ষণ বেড়ে যাওয়া।

সাবধানতা: 
(১) খাওয়ার পরে অথাৎ ভরা পেটে খেতে হবে । (২) জ্বর ১০০ ডিগ্রি ফারেনহাইট এর বেশী না হলে ঔষধ টি না খাওয়াই ভাল । (৩) পেপটিক আলসার থাকলে সাথে এন্টাসিড খেতে হবে।

মন্তব্য:  
এন্টিবায়োটিকের ক্ষেত্রে যেমন খুব নিয়ম মেনে চলতে হয়, এ ক্ষেত্রে তেমন নয়, সমস্যা কমে গেলে এটির ডোজ কমানো যায় বা খাওয়া বন্ধ করে দেওয়া যায়।
Paracetamol Suspension 60ml সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।




3 comments: