মেট্রোনিডাজল ট্যাবলেট |
উপাদান ও পরিমাণ
- ট্যাবলেট : প্রতিটি ট্যাবলেটে আছে
মেট্রোনিডাজল ২০০/৪০০মি.গ্রা.।
- সাসপেনশন : প্রতি ৫ মি.লি সাসপেনশনে
আছে ২০০ মি.গ্রাম. বেনজয়েল মেট্রোনিডাজল।
- ইনজেকশান : ৫০০ মি. গ্রা./ ১০০ এমএল.
রোগ নির্দেশ
- আমাশয় বা এ্যামিবিয়াসিস।
- ট্রাইকোমনিয়াসিস।
- জিয়ারডিয়াসিস।
- তীব্র আলসারেটিভ জিনজিভাইটিস বা
মাঢ়ীর প্রদাহ।
- এ্যানারোবিক সংক্রামণ যেমন
সেপটিসেমিয়া, ব্যাকটেরিমিয়া, পেরিটোনাইটিস, ব্রেইন এ্যাবসসেস, নেক্রোটাইজিং
নিউমোনিয়া, অষ্টিও মাইয়েলাইটিস, পিউরপেরাল সেপসি, পেলভিক এ্যাবসসেস, পেলভিক
সেলুলাইটিস ইত্যাদি।
- এ্যানারোবিক জীবাণু দ্বারা
সংক্রমিক পায়ের (আলসার) ক্ষত।
- দাঁতের তীব্র সংক্রমণ।
- সার্জিক্যাল অপারেশন এর পূর্বে।
- লক্ষণযুক্ত তীব্র পেপটিক আলসার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে
ব্যবহার করা যাবে না
যে সকল রোগী
মেট্রোনিডাজলের প্রতি অতিসংবেদনশীল তাদের মেট্রোনিডাজল দেয়া যাবে না।
গর্ভকালীন সময়ে
মেট্রোনিডাজল গ্রহণ করা উচিৎ নয়।
মাত্রা ও ব্যবহার বিধি
রোগের নাম
|
কত দিন
|
পূর্ণ বয়স্ক
|
১২ বৎসরের নীচে
|
৬ বৎসরের নীচে
|
আমাশয়
(এ্যামিবিয়াসিসি
|
৫
দিন
|
৮০০
মি.গ্রাম
দিনে
৩ বার
|
৪০০
মি.গ্রা.
দিনে
৩ বার
|
১০০-২০০
মি.গ্রা.
দিনে
৪ বার
|
আলসারেটিভ
জিনজিভাইটিস সংক্রমণ
|
৩
দিন
|
২০০
মি.গ্রা.
দিনে
৩ বার
|
-
|
-
|
এনোরোবিক
সংক্রমণ
|
৭
দিন
|
শুরুতে
৮০০ মি.গ্রা. ও
পরে
৪০০ মি.গ্রা.
দিনে
৩ বার
|
৭.৫
মি.গ্রা./কেজি
দিনে
৩ বার
|
৭.৫
মি.গ্রা./কেজি
দিনে
৩ বার
|
সার্জিক্যাল
প্রোফাইলেকসিস
|
৪০০
মি.গ্রা.
দিনে
৩ বার
সার্জারি
শুরুর ২৪ ঘন্টা পূর্বে
|
৭.৫
মি.গ্রা./কেজি
দিনে
৩ বার
|
৭.৫
মি.গ্রা./কেজি
দিনে
৩ বার
|
পার্শ্ব প্রতিক্রিয়া
- পাকস্থলী ও আন্ত্রিক অস্বস্তি,
ক্ষুধামন্দ,
- বমি বমি ভাব,
- ধাতব স্বাদ,
- জিহ্বার উপরে আবরণ,
- মুখ শুকিয়ে যাওয়া,
- মাথা ঘোরা,
- অবসন্নতা,
- নিদ্রাহীনতা,
- ঘুম ঘুম ভাব এবং
- মুত্রানালীতে অস্বস্তি অনুভুত
হতে পারে।
গর্ভাবস্থা ও
স্তন্যদানকালে ব্যবহার
- গর্ভকালের প্রথম তিনমাসের মধ্যে
মেট্রোনিডাজল ব্যবহার নিষেধ।
- মেট্রোনিডাজল মায়ের দুধের সঙ্গে
নিঃসৃত হয়, সুতরাং মেট্রোনিডাজল গ্রহণকালীন সময়ে গ্রহণের পর দু’দিন পর্যন্ত
বাচ্চাদের বুকের দুধ খাওয়ানো উচিৎ নয়।
Metronidazole এর অন্য
নামসমূহ
- Tablet - 400mg & 200mg.
- Suspension - 200mg/5ml
- Injection - 500mg/100ml
Brand
|
Company
|
Inj./Tab./Sus.
|
|
Flagyl
|
ফ্লাজিল
|
Aventis
|
Injection/
Tablet/Suspension
|
Flamyd
|
ফ্লামিড
|
Incepta
|
Tablet/Suspension
|
Filmet
|
ফিলমেট
|
Beximco
|
Tablet/Suspension
|
Amodis
|
এমোডিস
|
Square
|
Tablet/Suspension
|
Metryl
|
মেট্রিল
|
Opsonin
|
Tablet/Suspension
|
Amotrex
|
এমোট্রেক্স
|
ACI
|
Tablet/Suspension
|
Dirozyl
|
ডিরোজিল
|
Acme
|
Tablet/Suspension
|
Menilet
|
মেনিলেট
|
Alco
|
Tablet/Suspension
|
সাবধানতা
- এটি একটি এন্টিএ্যামিবিক ঔষুধ।
কোন ভাবেই এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না ।
- যে কয়দিন যে ভাবে খেতে বলা হয়েছে
সে কয়দিন সে ভাবেই খেতে হবে।
মন্তব্য
ঔষুধ খাবার কারণে খাবারের স্বাভাবিক স্বাদ বদলে যেতে পারে এটাকে মেটালিক টেষ্ট বলে। ঔষুধ খাওয়া শেষ হয়ে গেলে কয়েকদিনের মধ্যে আবার তা ঠিক হয়ে যায়।
অন্যান্য
এন্টিবায়োটিকসমূহও পড়ুন
0 comments:
Post a Comment