শিরোনাম
Loading...
Friday, March 23

Info Post

উপাদান

ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে আছে এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট ২৫০ মি.গ্রা।
সাসপেনশন: প্রতি ৫ মি.লি সাসপেনশনে এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট ২০০ মি.গ্রা।
৫০০ ট্যাবলেট: প্রতিটি ৫০০ ট্যাবলেটে এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট ৫০০ মি.গ্রা।


রোগ নির্দেশ

·        শ্বাসতন্ত্রের সংক্রমণ, যেমন – ব্রংকাইটিস, নিউমোনিয়া, সাইনুসাইটিস, ফেরিনজাইটিস, টনসিলাইটিস, ওটাইটিসমিডিয়া।
·        ত্বক ও অন্যান্য নরম কলা সমুহের সংক্রমণ
·        পুরুষ ও মহিলার যৌন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে
·        নন-গনোক্কাল ইউরোথ্রাইটিস
·        ক্লামাইডিয়া ট্র্যাকো ম্যাটিস ঘটিত সারভিসাইটিস।



প্রয়োগ মাত্রা ও ব্যবহারবিধি

ক্যাপসুল এবং সাসপেনশন খাবার গ্রহণের অন্তর এক ঘন্টা পুর্বে অথবা দুই ঘন্টা পর গ্রহণ করতে হবে।
৫০০ মি.গ্রা. ট্যাবলেট খাবার গ্রহণের পূর্বে অথবা পরে কিংবা খাবারের সাথে গ্রহণ করা যেতে পারে।

বয়স্ক মাত্রা: প্রতিদিন ৫০০ মি,গ্রা দিনে ১ ডোজ পর পর তিন দিন খেতে হবে।

শিশুদের জন্য মাত্রা: ৬ মাস বা তার বেশি বয়সের শিশুদের জন্য এজিথ্রোমাইসিন প্রতিদিন ১০ মি.গ্রা প্রতি কেজি শরীর ওজন হিসেবে এবং পরবর্তী চার দিন ৫ মি.গ্রা প্রতি কেজি শরীর ওজন হিসেবে দেয়া যেতে পারে।


পার্শ্ব প্রতিক্রিয়া

·        বমি বমি ভাব
·        বমি
·        আন্ত্রিক ব্যাথা
·        অস্বস্তি
·        বায়ু উদগিরণ
·        ডায়রিয়া
·        মাথাব্যথা
·        ঘুম ঘুম ভাব এবং
·        ত্বক লাল হয়ে উঠা
·        গর্ভাবস্থা ও স্তন্যদান কালে ব্যবহার
·        গর্ভকালীন সময়ে ব্যবহার করা যেতে পারে।


সংরক্ষণ

ক্যাপসুল :সাসপেনশন তৈরির পাউডারে এবং ট্যাবলেট স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় (৩০ ডিগ্রি সে. এর নিচে) সংরক্ষণ করতে হবে। পানি মিশিয়ে প্রস্তুতকৃত সাসপেনশন এর অব্যবহৃত অংশ ৫ দিনের বেশী ব্যবহার নিষেধ।

Azithromycin -
Capsule, Tablet, Suspension- 200 mg, 500 mg, 5 ml. Syrup- 200 mg

Brand
Company
Inj./Tab./Sus.
Azicin
এজিসিন
Opsonin
Cap./Sus./Tab.
Azin
এজিন
Acme
Cap./Sus./Tab.
Azyth
এজিথ
Sandoz
Cap./Sus./Tab.
Azithrocin
এজিথ্রোসিন
Beximco-Pharma
Cap./Sus./Tab.
Azo
এজো
Delta
Cap./Sus./Drop
Azomac
এজোম্যাক
General
Tablet/Sus.
Odazyth
ওডাজিথ
ACI
Cap./Tab./Sus
Zinex
জিনেক্স
Alco
Cap./Tab./Sus
Zithrox
জিথ্রোক্স
SK+F
Cap./Tab./Sus


সাবধানতা

(১) প্রদান/ব্যবহারের পূ্র্বে ঔষধের মেয়াদ দেখে নিতে হবে। 
(২) ঔষধ দেবার আগে রোগীকে জিজ্ঞাসা করূন এর আগে এ ধরণের ঔষধ খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন তাহলে কোন ধরণের এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কিনা।
(৩) এটি একটি এন্টিবায়োটিক ঔষধ। কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।


মন্তব্য

(১) পার্শ্ব্প্রতিক্রিয়া গুলো সাময়িক, ঔষধ খাওয়া বন্ধ করে দিলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
(২) অবস্থার উন্নতি না হলে রোগীকে রেফার করে নিতে হবে।


9 comments:

  1. আমার মুখে অনেক ব্রন। এ্যাজিথ্রোসিন ৫০০mg সপ্তাহে তিনটি করে ৪ সপ্তাহ খেতে বলছে। এতে কি কোনো সমস্যা হতে পারে??????

    ReplyDelete
    Replies
    1. same amakeu boleche..amaro ata jana joruri.plz reply??

      Delete
  2. আমার নাকে ধুলোর গন্ধ, বা ঠান্ডা জাতীয় পানীয় পান করলে বা ইসির বাতাস লাগলেই প্রচন্ড হাঁচি এবং নাক দিয়ে পানি পরে। দেখা যায় হাঁচি দিতে দিতে বুকে ও ব্যাথা অনুভূত হয়। এটার জন্যে আমি কি এরিথ্রোমাইসিন ৫০০ mg সেবন করতে পারি? অনুগ্রহ করে হেল্প করুন।

    ReplyDelete
  3. ভাইরাস জ্বরে এজিথ্রোমাইসিন দেওয়া যাবে কি?

    ReplyDelete
  4. এটি কখন খেতে হয় রাতে নাকি দুপুরে

    ReplyDelete
  5. আমার পেঠের সমস্যার জন্য

    ReplyDelete
  6. খালি পেটে খাওয়া যাবে

    ReplyDelete
  7. amar mathar chul uthchhe
    kono luv hobe ki?

    ReplyDelete
  8. ভাইরাস জ্বরে এজিথ্রোমাইসিন দেওয়া যাবে কি

    ReplyDelete