উপাদান :
ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে আছে এমোক্নিসিলিন ট্রাইহাইড্রেট ৫০০/২৫০
মি.গ্রা. 
ড্রাই
সিরাপ : প্রতি ৫মি.লি. এর আছে এমোক্সিসিলিন
ট্রাইহাইড্রেট ১২৫ মি.গ্রা.
পেডিয়াট্রিক
ড্রপস : প্রস্তরের পর প্রতি ১.২৫ মি.লি. এ আছে এমোক্সিসিলিন ট্রাইহাইড্রেট ১২৫ মি.গ্রা
ইঞ্জেকশন
: প্রতিটি ভায়াল- এর আছে এমোক্সিসিলিন সোডিয়াম ৫০০/২৫০
মি.গ্রা. 
রোগ নির্দেশ
১। শ্বাসনালী সংক্রমন:
- ব্রংকাইটিস,
- নিউমোনিয়া,
- মধ্যকর্ণের প্রদাহ,
- সাইনাসের প্রদাহ,
- টনসিলের প্রদাহ,
- ফ্যারিংস ও ল্যারিংস এর প্রদাহ ,
- লোবার
- এবং ব্রঙ্কোনউমোনিয়া ।
২।
মূত্রনালীর সংক্রমণ:
·       
মূত্রথলি
ও মূত্রনালীর প্রদাহ ।
৩।
যৌন সংক্রমণ : 
·       
গনোরিয়া,
·       
সিফিলিস,
·       
 সেপটিক এবরশন,
·       
পিউরপেরালসেপসিস
।
৪।
পরিপাকনালীর সংক্রমণ :
·       
টাইফয়েড
ও প্যারাটাইফয়েড ।
৫।
চর্ম ও নরম কলার সংক্রমণ : 
·       
সেলুলাইটিস,
·       
সংক্রমিত
ক্ষত ও ফোড়া ।
৬।
অন্যান্য সংক্রমণ :
- সেপ্টিসেমিয়া,
- এন্ডোর্কাডাইটিস,
- মেনিনজাইটিস,
- পেরিটোনাইটিস,
- অষ্টিওমাইলাইটিস ।
গ্রহন
মাত্রা ও ব্যবহার বিধি
প্রাপ্ত
বয়স্কদের সাধারণ মাত্রা
মুখে
সেব্য: ২৫০ মি.গ্রা. থেকে ৫০০ মি.গ্রা. দিনে ৩ বার
ইঞ্জেকশন:
২৫০-৫০০ মি.গ্রা. দিনে ৩ বার মাংসপেশীতে বা শিরা পথে।
শিশুদের
সাধারণ মাত্রা
মুখে
সেব্য: ২-১০ বছর পরযন্ত: প্রাপ্ত বয়স্কদের মাত্রার অর্ধেক।
২
বছরের নীচে: প্রাপ্ত বয়স্কদের মাত্রার চারভাগের েএক ভাগ।
ইঞ্জেকশন:
১০ বছর বয়স পরযন্ত ৫০-১০০ মি.গ্রা. প্রতি কেজি দেহ ওজনে, সংক্রমণের উপর নির্ভর করে
৩-৪ বার।
টাইফয়েড
ও প্যারা টাইফয়েড- 
প্রাপ্ত
বয়স্ক: ৪ গ্রাম বিভক্ত মাত্রায় ১৪-২১ দিন পরযন্ত।
শিশু:
১০০ মি.গ্রাম / কেজি দৈহিক ওজন/দিন বিভক্ত মাত্রায় ১৪-২১ দিন পর্যন্ত।
গনোরিয়া:
৩ গ্রাম একক মাত্রায় প্রোবেনেসিড ১ গ্রাম সহ।
সতর্কতা
ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না
যে
সমস্ত রোগী পেনিসিলিন এর প্রতি অতি সংবেদনশীল, তাদের ক্ষেত্রে ব্যবহার নিষেধ।
পার্শ্ব
প্রতিক্রিয়া
- উদরাময়
- বদহজম অথবা চামড়ায় র্যাশ দেখা দিতে পারে
- পাকস্থলির অস্বাচ্ছন্দ্য
- মাথাধরা
- বমি বমি ভাব বা বমি হওয়া
গর্ভাবস্থা
ও স্তন্যদানকালে ব্যবহার
এমোক্সিসিলিন
নিরাপদে ব্যবহার করা যায়।
সংরক্ষণ
- পরিস্কার পানিতে সিরাপ প্রস্ততের পর ঠান্ডা এবং শুস্ক স্থানে এবং সম্ভব হলে রেফ্রিজারেটরে রাকা উচিৎ।
- সিরাপ এবং ড্রপস প্রস্তুতের পর ঘরের তাপমাত্রায় ৫ দিন পরযন্ত এবং রেফ্রিজারেটরে ৭ দিন পরযন্ত রেখে ব্যবহার করা যেতে পারে।
- ইঞ্জেকশনের জন্য দ্রবণ তৈরী করার সাথে সাথে ব্যবহার করা উচিৎ।
Amoxycilin: 
Injection. Capsule / Suspension / Drop, খালিপেটে, ৮ ঘন্টা অন্তর সেব্য।
Injection,
500/250 mg vial, Capsule – 250/500 mg, Syrup. 125mg/5ml
| 
Brand | 
Company | 
Inj./Tab./Sus. | |
| 
Avlomox | 
এবলোমক্স | 
ACI | 
Inj/Cap/Sus.Drop | 
| 
Fimoxyl | 
ফিমোক্সিল | 
Aventis | 
Inj/Cap/Sus.Drop | 
| 
Kamoxy | 
কেমোক্সি | 
Kemico | 
Capsule/Sus. | 
| 
Moxilin | 
মক্সিলিন | 
Acme | 
Inj/Syr/Cap/Drop | 
| 
Moxin | 
মক্সিন | 
Opsonin | 
Tab.Inj.Cap.Sus.D | 
| 
Primox | 
প্রাইমক্স | 
Incepta | 
Tab/Sus/Drop | 
| 
Sepox | 
সেফক্স | 
Alco | 
Cap/Sus/Drop | 
| 
SK-mox | 
এসকে-মক্স | 
SK+F | 
Cap/Sus/Drop | 
| 
Tycil. | 
টাইসিল | 
Beximco | 
Inj/Cap/Sus.Drop | 
| 
Moxacil | 
মক্সাসিল | 
Square | 
Cap/Syr/Inj/Drop | 
Ampicillin,
Ampexin, Pen-A – 
Capsule, Suspension , Injection 250/500mg 6 hourly
| 
Brand | 
Company | 
Inj./Tab./Sus. | |
| 
Ampicillin | 
এমপিসিলিন | 
Acme | 
Inj/Cap/Sus | 
| 
Ampexin | 
এমপেক্সিন | 
Opsonin | 
Inj/Cap/Sus | 
| 
Pen-A | 
পেন- এ | 
Renata | 
Inj/Cap/Sus | 
সাবধানতা
(১) প্রদান/ব্যবহারের পূ্র্বে
ঔষধের মেয়াদ দেখে নিতে হবে। 
(২) ঔষধ দেবার আগে রোগীকে
জিজ্ঞাসা করূন এর আগে এ ধরণের ঔষধ খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন তাহলে কোন ধরণের
এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কিনা। 
(৩) এটি একটি এন্টিবায়োটিক ঔষধ।
কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা
হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।
মন্তব্য
(১) পার্শ্ব্প্রতিক্রিয়া গুলো সাময়িক, ঔষধ খাওয়া বন্ধ করে দিলে ধীরে
ধীরে ঠিক হয়ে যায়।
(২) অবস্থার উন্নতি না হলে
রোগীকে রেফার করে নিতে হবে।
অন্যান্য
এন্টিবায়োটিকসমূহও পড়ুন
মেট্রোনিডাজল -
Metronidazole
ন্যালিডিক্সিক এসিড - Nalidixic Acid
পেনিসিলিন, জি - Penicilin G
পেনিসিলিন, ভি - Penicillin V
ন্যালিডিক্সিক এসিড - Nalidixic Acid
পেনিসিলিন, জি - Penicilin G
পেনিসিলিন, ভি - Penicillin V
 
0 comments:
Post a Comment