শিরোনাম
Loading...
Wednesday, March 14

Info Post

Ciprocin Cipro-A Ciprox DFX Dumaflox Beuflox Neofloxacin Serviflox Tyflox


সিপ্রোফ্লোক্সাসিন একটি এন্টিবায়োটিক ওষুধ। ১৯৮৭ সাল থেকে এর ব্যবহার শুরু হয়। ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের চিকিৎসায় এই ওষুধটি বহুল ব্যবহৃত । ব্যাকটেরিয়ার ডিএনএ কে নিষ্ক্রিয় করে এটি কাজ করে।

উপাদান

ট্যাবলেট : প্রতিটি ট্যাবলেটে আছে সিপ্রোফ্লোক্সাসিন হাইড্রোক্লোরাইড (২৫০/৫০০/৭৫০ মি.গ্রা.)
সিরাপ: ২৫০ মি.গ্রা./৫ মি.লি পাউডার ফর সাসপেনশন।
ইনজেকশান : ২০০ মি.গ্রা.


রোগ নির্দেশ 
  • টাইফয়েড জ্বর
  • মূত্রনালীর সংক্রমণ ও গনোরিয়া
  • শ্বাসতন্ত্রের নিম্নভাগের সংক্রমণ
  • চর্ম ও নরম কলার সংক্রমণ
  • অস্থি ও অস্থি সন্ধির সংক্রমণ
  • পরিপাকতন্ত্রের সংক্রমণ
  • পস্রাবে ইকলাই, সিগেলা ও জেজুনি ব্যাকটেরিয়ার ইনফেকশনে
  • খাদ্য বিষক্রিয়ায়ও ব্যবহার করা যায়


মাত্রা ও ব্যবহারবিধি

  • সংক্রমণের ধরণ অনুযায়ী ২৫০/৫০০/৭৫০ মি.গ্রা. ১২ ঘন্টা পর পর, ৭-১৪ দিন
  • শিশুদের ক্ষেত্রে ১০-২০ মি.গ্রা./কেজি ১২ ঘন্টা পর পর

সিপ্রোফ্লোক্সাসিন দ্বারা চিকিৎসার পর প্রচুর পরিমাণ পানি অথবা তরল খাবার খাওয়া উচিৎ।

রোগের নাম
পর্যন্ত
মাত্রা
ডায়রিয়ার  ক্ষেত্রে চিকিৎসাকাল
৩-৭ দিন
দিনে ২ বার
অস্থি ও এবং অস্থির সংক্রমণে
৭৫০ মি.গ্রা. দিনে
৪-৬ সপ্তাহ
দিনে ২ বার


সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না

যে সমস্ত রোগীর স্নায়ুতন্ত্রজনিত অসুস্থতা যেমন - এপিলেপসি, সিজার এবং খিচুঁনী হওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে সাবধানতার সাথে দিতে হবে।
সিপ্রোফ্লোক্সাসিন এবং অন্যান্য কুইনোলোন গ্রুপের ওষধের প্রতি অতিসংবেদনশীল হলে এ ওষুধ ব্যবহার নিষেধ।


পার্শ্ব প্রতিক্রিয়া 
  • বমি
  • পরিপাকতন্ত্রীয় অসুবিধা
  • ঘুম ঘুম ভাব
  • মাথাব্যথা
  • কৃষ্টালিইউরিয়া
  • ঝিমুনি
  • গায়ে র‌্যাশ ইত্যাদি দেখা দিতে পারে


গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার

গর্ভাবস্থায় ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না


Ciprofloxacin এর ব্রান্ড নামসমূহ

Tablet: 250mg, 500mg, 750mg
Injection: 200mg

Brand
Company
Inj./Tab./Sus.
Ciprocin
সিপ্রোসিন
Square
Tablet
Cipro-A
সিপ্রো-এ
Acme
Tablet
Ciprox
সিপ্রোক্স
Opsonin
Tablet
DFX
ডিএফএক্স
Delta
Tablet
Dumaflox
ডুমাফ্লক্স
Alco
Tablet
Beuflox
বিউফ্লক্স
Incepta
Tablet
Neofloxacin
নিউফ্লক্সাসিন
Beximco
Tablet
Serviflox
সার্ভিফ্লক্স
Sandoz
Tablet
Tyflox
টাইফ্লক্স
Somatac
Tablet
Floxabid
ফ্লক্সাবিড
ACI
Tablet
Quinox
কুইনক্স
SK+F
Tablet


সাবধানতা

  •         ডায়রিয়া বা পাতলা পায়খানার মতো হতে পারে
  •         ওষুধ সেবন করা অবস্থায় ব্যায়াম বা খেলাধুলা করা উচিত নয়
  •         মাংসপেশি দুর্বলতার অসুখ, যেমন- মিসথেনিয়া গ্রাভিসে ওষুধটি সেবন করা অনুচিত
  •         ওষুধের প্রভাবে আকস্মি চিনির মাত্রা কমে যেতে পারে-তাই যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওষুধ সেবন করেন, তাদের সিপ্রোফ্লক্সাসিন সেবনকালে নিয়মিত রক্তে চিনির মাত্রা দেখা উচিত
  •         প্রদান/ব্যবহারের পূ্র্বে ঔষধের মেয়াদ দেখে নিতে হবে। 
  •         ঔষধ দেবার আগে রোগীকে জিজ্ঞাসা করূন এর আগে এ ধরণের ঔষধ খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন তাহলে কোন ধরণের এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কিনা।
  •         এটি একটি এন্টিবায়োটিক ঔষধ। কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।



মন্তব্য

(১) পার্শ্ব্প্রতিক্রিয়া গুলো সাময়িক, ঔষধ খাওয়া বন্ধ করে দিলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
(২) অবস্থার উন্নতি না হলে রোগীকে রেফার করে নিতে হবে।


অন্যান্য এন্টিবায়োটিকসমূহও পড়ুন


15 comments:

  1. So many good information, keep it's, thanks for all.

    ReplyDelete
  2. আলসারের সমস্যা থাকলে ব্যবহার করা যাব কিনা?

    ReplyDelete
  3. আলসারের সমস্যা থাকলে ব্যবহার করা যাব কিনা?

    ReplyDelete
  4. ডোজ সর্বনিম্ন কতদিন হওয়া উচিত। এখানে লেখা আছে ৩ দিন। আমি যদি সুস্থ হলে বন্ধ করে দিই অথবা সুস্থ হওয়ার পরে এ ৩ দিন বা ৭ দিন ঔষধ চালিয়ে যাই কোনো সমস্যা হবে কিনা?

    ReplyDelete
    Replies
    1. রোগ থাকলে খেতে হবে ।২ দিনে রোগ সেরে গেলে ৩ দিন খেতে হবে । আর ৪/৫ দিনে রোগ সারলেউ ৭ দিন খেতে হবে

      Delete
  5. পাতলা পায়খানার ঔষধের সাথে কি গ্যাসট্রিকের ঔষধ খাওয়া যাবে?

    ReplyDelete
  6. অামাকে একসাথে দুইটি খাইতে বলা হয়েছে? রক্ত অামাশয় এ-র জন্য্যciprofloxacin...problem Hobe ki

    ReplyDelete
  7. অামাকে একসাথে দুইটি খাইতে বলা হয়েছে? রক্ত অামাশয় এ-র জন্য্যciprofloxacin...problem Hobe ki

    ReplyDelete
  8. অামাকে একসাথে দুইটি খাইতে বলা হয়েছে? রক্ত অামাশয় এ-র জন্য্যciprofloxacin...problem Hobe ki

    ReplyDelete
  9. আমি যদি আমাশার জন্যখায় আর ভালোনাহয় তাহলে কি করব আমাকে একটা সলিউশন দেন প্লিজ

    ReplyDelete
  10. আমার বয়স ২৫ আমার বাতরোম করার সময় প্রসাবের সাথে সাদা দূষর কালারে আসে আমি কী করতে পারি

    ReplyDelete