উপাদান
প্রথম
দিন ২টি ক্যাপসুল একবারে অথবা ১২ ঘন্টা পর পর ১ টি করে ২ বার খাওয়াতে হবে। পরের দিন
থেকে প্রতিদিন ১ টি করে ক্যাপসুল খেতে হবে।
ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে আছে ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড ১০০ মি.গ্রা।
রোগ
নির্দেশ
·
শ্বাসতন্ত্রের সংক্রমণ :
নিউমোনিয়া, ইনফ্লয়েঞ্জা, ফ্যারিংসের প্রদাহ, টনসিলের প্রদাহ, ব্রঙ্কাইটিস,
সাইনাসের প্রদাহ, ওটাইটিস মিডিয়া।
·
মুত্র ও জননতন্ত্রের সংক্রমণ:
পাইলোনেফ্রাইটিস (Phelonephritis), সিসটাইটিস (Cystitis), ইউরেথ্রাইটিস, গনোরিয়া,
সিফিলিস, শ্যাংক্রয়েড (Chancroid), এবং গ্র্যানুলোমা ইনগুইনালী।
· ব্যাসিলারী সংক্রমণ: কলেরা, ট্র্যাভেলার্স ডায়রিয়া (Traveler’s diarrhea)।
· ব্যাসিলারী সংক্রমণ: কলেরা, ট্র্যাভেলার্স ডায়রিয়া (Traveler’s diarrhea)।
·
অন্যান্য সংক্রমণ:
অ্যাকটিনোমাইকোসিস, সেলুলাইটিস, ফারুংকুলোসিস, ফোড়া, বরডেটেলা পারটুসিস এবং
ব্যাসিলাস অ্যানথ্রাসিস।
গ্রহণ
মাত্রা ও ব্যবহার বিধি
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবেনা
টেট্রাসাইক্লিনের
প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে, তীব্র যকৃতের সমস্যায় দেয়া নিষেধ। ডক্সিসাইক্লিনের
সাথে এরকালি, এন্টাসিড এবং লৌহ একসাথে খাওয়া যাবে না। অন্যান্য পেনিসিলিনের সহিত ডক্সিসাইক্লিনের
ব্যবহার করা নিষেধ।
পার্শ্ব
প্রতিক্রিয়া
·
বমি বমি ভাব,
·
বমি
·
র্যাশ
·
চুলকানি
·
এক্সফলিয়েটিভ ডার্মাটাইটিস
হতে পারে।
গর্ভাবস্থা
ও স্তন্যদান কালে ব্যবহার
গর্ভকালীন
এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে, গর্ভধারনের তিন মাসের মধ্যে ওষুধটি ব্যবহার করা
অনুচিত। ডক্সিসাইক্লিন নবজাতকের ক্ষেত্রে ব্যবহার করা উচিৎ নয়।
Doxycycline-
Capsule. 100 mg, প্রথমে ২ টি, প্রতিদিন ১টি করে সেব্য।
Brand
|
Company
|
Inj./Tab./Sus.
|
|
Aristodox
|
সিপ্রোসিন
|
Aristopharma
|
Capsule
|
Doxacil
|
সিপ্রো-এ
|
Square
|
Capsule
|
Doxin
|
সিপ্রোক্স
|
Opsonin
|
Capsule
|
Doxy-A
|
ডিএফএক্স
|
Acme
Lab
|
Capsule
|
Ipadox
|
ডুমাফ্লক্স
|
Incepta
|
Capsule
|
Megadox
|
বিউফ্লক্স
|
Beximco
|
Capsule
|
Monadox
|
নিউফ্লক্সাসিন
|
Amico
|
Capsule
|
Tydox
|
সার্ভিফ্লক্স
|
Somatic
|
Capsule
|
সাবধানতা
(১) প্রদান/ব্যবহারের পূ্র্বে ঔষধের মেয়াদ দেখে নিতে হবে।
(২) ঔষধ দেবার আগে রোগীকে জিজ্ঞাসা করূন এর আগে এ ধরণের ঔষধ খেয়েছেন
কিনা। যদি খেয়ে থাকেন তাহলে কোন ধরণের এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কিনা।
(৩) এটি একটি এন্টিবায়োটিক ঔষধ। কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার
ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।
মন্তব্য
(১) পার্শ্ব্প্রতিক্রিয়া গুলো সাময়িক, ঔষধ খাওয়া বন্ধ করে দিলে ধীরে
ধীরে ঠিক হয়ে যায়।
(২) অবস্থার উন্নতি না হলে রোগীকে রেফার করে দিতে হবে।
অন্যান্য এন্টিবায়োটিকসমূহও পড়ুন
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.