উপাদান
ট্যাবলেট: প্রতিটি ট্যাবলেটে
আছে ন্যালিডিক্সিক এসিড ৫০০ মি.গ্রা।
ড্রাই সিরাপ: প্রতি ৫ মি.গ্রা
সিরাপে আছে ন্যালিডিক্সিক এসিড ৩০০ মি.গ্রা
রোগ নির্দেশ
·
মূত্রনালী সংক্রমণ
·
রক্ত আমাশয়
·
ক্ষত
·
শ্বাসতন্ত্রের সংক্রমণ
·
টাইফয়েড জ্বর ইত্যাদি।
গ্রহণ মাত্রা ও ব্যবহারবিধি
প্রাপ্ত বয়স্ক: প্রাপ্ত বয়স্কদের জন্য ১
গ্রাম প্রতি ৬ ঘন্টা পর পর ৭ দিন। রোগের তীব্রতার উপর নির্ভর করে পরবর্তীতে মাত্রা
কমিয়ে ৫০০ মি.গ্রা প্রতি ৬ ঘন্টা পর পর দেয়া যেতে পারে।
শিশু : ৫০ মি.গ্রা / কেজি/
দিন, ৪ টি সম বিভক্ত মাত্রায়
·
৩ মাস বয়সের নীচের শিশুদের
জন্য উপযোগী নয়।
·
মৃগী রোগীদের ক্ষেত্রে এবং
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন প্রকার উপসর্গ দেখা দিলে ন্যালিডিক্সিক এসিড ব্যবহার
করা যাবেনা।
পার্শ্ব প্রতিক্রিয়া
·
বমি বমি ভাব
·
বমি
·
উদরাময়
·
চুলকানি (Itching)
·
র্যাশ
·
জ্বর
·
জয়েন্টে ব্যথা
·
মাংসপেশিতে ব্যথা
·
জন্ডিস
·
চোখের দৃষ্টি ঝাপসা হওয়া এবং
খিচুনি দেখা দিতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদান কালে
ব্যবহার
গর্ভবস্থায় ১ম ৩ মাসে ব্যবহার
নিষেধ।
NalidixicAcid -
Tablet 500 mg, Syrup
500 mg/ 5ml ৬ ঘন্টা অন্তর সেব্য।
Brand
|
Company
|
Inj./Tab./Sus.
|
|
Dixicon
|
ডিক্সিকন
|
Jayson
|
Tablet/
Sus.
|
Nalid
|
ন্যালিড
|
Square
|
Tablet/
Sus.
|
Naligram
|
ন্যালিগ্রাম
|
Acme
|
Tablet/
Sus.
|
Nebectil
|
ন্যাবেকটিল
|
Beximco
|
Suspension
|
Ultragram
|
আলট্রাগ্রাম
|
Globe
|
Tablet/
Sus.
|
Utirex
|
ইউটিরেক্স
|
Opsonin
|
Tablet/
Sus.
|
সাবধানতা
(১) প্রদান/ব্যবহারের পূ্র্বে ঔষধের মেয়াদ দেখে নিতে হবে।
(২) ঔষধ দেবার আগে রোগীকে জিজ্ঞাসা করূন এর আগে এ ধরণের ঔষধ খেয়েছেন
কিনা। যদি খেয়ে থাকেন তাহলে কোন ধরণের এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কিনা।
(৩) এটি একটি এন্টিবায়োটিক ঔষধ। কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার
ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।
মন্তব্য
(১) পার্শ্ব্প্রতিক্রিয়া গুলো সাময়িক, ঔষধ খাওয়া বন্ধ করে দিলে ধীরে
ধীরে ঠিক হয়ে যায়।
(২) অবস্থার উন্নতি না হলে রোগীকে রেফার করে দিতে হবে।
অন্যান্য এন্টিবায়োটিকসমূহও পড়ুন
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.