শিরোনাম
Loading...
Wednesday, August 12

Info Post



Laptop Care | Community Clinic Bangladesh | CHCP
ল্যাপটপ
ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপ কম্পিউটারের সাধারণ যত্ন আলাদাভাবে নিতে হয়। বহনযোগ্য হওয়ায় অনেকেই এখন ল্যাপটপ
কম্পিউটার ব্যবহার করেন। নিয়মিত যত্ন নিলে ল্যাপটপ অনেক দিন ভালো থাকে। কয়েকটি বিষয় লক্ষ রাখলেই আপনার ল্যাপটপকে ভালো রাখতে পারেন
  • ব্যাটারিতে সরাসরি বৈদ্যুতিক সংযোগ ছাড়া ল্যাপটপ চালানোর সময় পর্দার ঔজ্জ্বল্য কমিয়ে রাখুন
  • ল্যাপটপরে কি-বোর্ডের নিচেই থাকে যন্ত্রাংশ। বেশির ভাগ কি-বোর্ড পানিরোধী না হওয়ায় ল্যাপটপের কাছে তরল কিছু পান না করাই ভালো। আর করতেই হলে থাকতে হবে সাবধান।
  • বালিশ বা নরম কিছুর ওপর রেখে ল্যাপটপ চালাবেন না। ল্যাপটপের বায়ু চলাচলের ব্যবস্থা সাধারণত নিচে এবং পাশে থাকে। নরম কিছুর ওপর রাখলে বায়প্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে ল্যাপটপ গরম হয়ে যেতে পারে, যা যন্ত্রাংশের জন্য ক্ষতির কারণ। এ ক্ষেত্রে ল্যাপটপ কুলার ব্যবহার করতে পারেন।
  • খালি হাতে ল্যাপটপ বহন না করে ব্যাগে ভরে বহন করুন।
  • সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ ব্যবহার করবেন না। কারণ, এতে আপনার ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে
  • প্রসেসরের ওপর চাপ কমাতে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করে দিন
  •  ব্যাটারির কানেক্টরের সংযোগস্থল মাঝেমধ্যে পরিষ্কার করুন
  • কাজ শেষে বিদ্যুৎ সংযোগ থেকে প্লাগ খুলে রাখুন
  • দরকারি উইন্ডো ট্যাবগুলো ছাড়া অন্য ট্যাবগুলো মিনিমাইজ অথবা বন্ধ করে রাখুন
  • সব সময় হার্ডডিস্ক থেকে মুভি গান চালানোর চেষ্টা করবেন। ল্যাপটপের সিডি/ডিভিডি-রম ড্রাইভের ওপর চাপ কমিয়ে দিন
  • এয়ার ভেনটিলেটরের পথ খোলা রাখবেন এবং সহজে বাতাস চলাচল করে এমন স্থানে ল্যাপটপ রেখে কাজ করবেন। সম্ভব হলে কুলার ব্যবহার করতে পারেন, এতে বাতাস বের হয় এবং ল্যাপটপ ঠান্ডা থাকে
  • শাটডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ব্যবহার করতে পারেন
  • প্রয়োজন ছাড়া ব্লু-টুথ ওয়াই-ফাই সুবিধা বন্ধ রাখুন
  • সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানোর চেষ্টা করুন, তাহলে ব্যাটারি সচল থাকবে
  • অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল থেকে বিরত থাকুন এবং অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে দিন
  • স্মার্টফোনের মতো ল্যাপটপ হারিয়ে গেলে সেটির অবস্থান বের করতে আছে ট্র্যাকিং সফটওয়্যার। এ ক্ষেত্রে দ্য ল্যাপটপ লক (the laptop lock) সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
  • খুব গরম কোনো জায়গায় ল্যাপটপ ব্যবহার করতে কম্পিউটার বিশেষজ্ঞরা নিষেধ করেন।

0 comments:

Post a Comment