শিরোনাম
Loading...
Friday, September 4

Info Post



ওষুধের পরিমাণ: Albendazole Chewable Tablet, 400 mg (এ্যালবেন্ডাজোল চুষে খাবার বড়ি, ৪০০ মি.গ্রা.)

যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে: 
(১) কেঁচো কৃমি বা রাউন্ড ওয়ার্ম 
(২) বক্র কৃমি বা হুক ওয়ার্ম 
(৩) সুতা কৃমি বা পিন ওয়ার্ম বা থ্রেড ওয়ার্ম

সেবন মাত্রা: ‍১টি ট্যাবলেট ১ বার চুষে খাবেন। ভরা পেটে সেব্য।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: 
(১) গর্ভাবস্থায় ও 
(২) তীব্র অসুস্থতায়

পার্শ্বপ্রতিক্রিয়া: 
(১) বমি বমি ভাব বা বমি হওয়া 
(২) পাকস্থলির অস্বাচ্ছন্দ্য ও পেট ব্যথা 
(৩) ডায়ারিয়া।

সাবধানতা: ২ বছরের নীচের শিশুকে এ্যালবেন্ডাজোল বড়ি না দিয়ে এ্যালবেন্ডাজোল সাসপেনশন দিতে হবে।

মন্তব্য: 
(১) প্রতি ৬ মাসে একবার খাওয়া ভাল। 
(২) স্বাস্থ্য বিভাগের (এনএনএস পরিচালিত) কর্মসুচির আওতায় ৬ মাস অন্তর, ২ মাস ৫ বৎসর বয়সী শিশুদের ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এ ছাড়া (সিডিসি পরিচালিত) কর্মসুচির আওতায় ৬ মাস অন্তর, ৬ মাস থেকে ১২ বৎসর বয়সী শিশুদের  ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

4 comments:

  1. আমার ক্রিমি হয়েছে ,, আমি 6 দিন খাইছি 100এমজি মেবেন্ডাজল কিন্তু কাজ হয়নি,, পায়খানার রাস্তা দিয়ে অনেক যন্ত্রণা করে, তার পরে খালি পেটে রুসুন খাচ্ছি 9 দিন ধরে কোন কাজ হচ্ছে না তার পর এলবেনডাজল 400 সিরাপ খেয়ে ছি কিন্তু কাজ হয়নি এখন কি করবো বলেন প্লিজ হেল্প করেন ঘুমাতে পারি না প্লিজ হেল্প করেন আমাকে

    ReplyDelete
  2. almez 400 mg দুইটা কি করে খেতে হয় একটা খাওয়ার কত দিন পর আর একটা খেতে হয়

    ReplyDelete