শিরোনাম
Loading...
Wednesday, March 21

Info Post

উপাদান

ক্যাপসুল  : প্রতিটি ক্যাপসুলে আছে ফ্লক্লক্সাসিলিন ২৫০/৫০০ মি.গ্রা.
ড্রাই সিরাপ : প্রতি ৫ মি.লি. তে আছে ফ্লক্লক্সাসিলিন ১২৫ মি.গ্রা.


রোগ নির্দেশ
  • ত্বক ও কোমল টিস্যুর সংক্রমণ : ফোড়া, বয়েল, কার্বাংকল, ফুরানকুলোসিস, সেলুলাইটিস ও পোড়া।
  •  মধ্যকর্ণের প্রদাহ, বহিকর্ণের প্রদাহ।
  •   অষ্টিওমায়েলাইটিস।
  •  মূত্রনালীর সংক্রমন, মেনিনজেসের প্রদাহ, সেপ্টিসেমিয়া।
  •   সার্জিকাল প্রক্রিয়ার সময় সংক্রমণের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যায়।


গ্রহণ মাত্রা ও ব্যবহার বিধি

সাধারণ : ২৫০ মি.গ্রা. দিনে ৪ বার। মারাত্মক সংক্রমণের ক্ষেত্রে দ্বিগুণ মাত্রায় সেব্য।
শিশুদের সাধারণ মাত্রা। প্রাপ্ত বয়স্কদের মাত্রার অর্ধেক মাত্রা।

২ বছরের নিচে: প্রাপ্ত বয়স্কদের মাত্রার এক চতুর্থাংশ।



সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না

পেনিসিলিনের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।



পার্শ্ব প্রতিক্রিয়া
  •         বমি বমি ভাব
  •         উদরাময়
  •         চামড়ার ফুসকুড়ি মাঝে মধ্যে দেখা যেতে পারে।
  •         চামড়ার র‌্যাশ
  •         চাকা দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা বন্ধ করতে হবে। 


গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় ফ্লক্লক্সাসিলিন ব্যবহার করা যায়।


Flucloxacilin: 
Capsule 250, 500 mg / Syrup/ Injection ৬ ঘন্টা অন্তর সেব্য।


Brand
Company
Inj./Tab./Sus.
A-Flox
এ-ফ্লক্স
Acme
Inj./Cap/Sus.
Fluclox
ফ্লক্রক্স
ACI
Inj./Cap/Sus.
Flubex
ফ্লবেক্স
Beximco
Capsule
Floxapen
ফ্লক্সাপেন
General
Capsule/ Syrup
Flucopen
ফ্লকপেন
Spmatec
Capsule/ Syrup
Flusyrup/Cap
ফ্লসিরাপ/ক্যাপ
Alco Pharma
Capsule/ Sus.
Flux
ফ্লক্স
Opsonin
Cap/Syr./Inj.
Inclox
ইনক্লক্স
Incepta
Capsule
Phulopen
ফুলোপেন
Square
Capsule/Syrup
Stafoxin
এস্টাফক্সিন
Aristopharma
Capsule/Sus.
Staphen
এস্টাপেন
UniHealth
Capsule/Sus.


সাবধানতা

(১) প্রদান/ব্যবহারের পূ্র্বে ঔষধের মেয়াদ দেখে নিতে হবে। 
(২) ঔষধ দেবার আগে রোগীকে জিজ্ঞাসা করূন এর আগে এ ধরণের ঔষধ খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন তাহলে কোন ধরণের এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কিনা।
(৩) এটি একটি এন্টিবায়োটিক ঔষধ। কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।


মন্তব্য

(১) পার্শ্ব্প্রতিক্রিয়া গুলো সাময়িক, ঔষধ খাওয়া বন্ধ করে দিলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
(২) অবস্থার উন্নতি না হলে রোগীকে রেফার করে নিতে হবে।



অন্যান্য এন্টিবায়োটিকসমূহও পড়ুন


4 comments:

  1. ফ্লক্লোক কি জন্য খায়

    ReplyDelete
  2. গত পরশু আমার পায়ে পুরনো পেরেক ঢুকে গিয়েছিলো।পায়ে স্যান্ডেল ছিলো বলে এতো seriously নিইনি।কিন্তু এখন পায়ে প্রচণ্ড ব্যাথা।আজকে ড্রেসিং করিয়েছি আর পা থেকে পুজ ও বের হয়েছে পাশাপাশি ফ্লুক্লক্স আর ফাইমক্সিল খাচ্ছি।এতে কোনো ক্ষতি হবে কিনা বা আমার এখন কি করা উচিৎ???

    ReplyDelete