উপাদান
ইঞ্জেকশন:
৫-১০ লক্ষ ইউনিট বা ৩০০-৬০০ মি.গ্রা পেনিসিলিন জি। প্রোকেইন পেনিসিলিন (৪-৮) লক্ষ+বেনজাইল
পেনিসিলিন (১-২) লক্ষ প্রতি ভায়ালে সমন্বিতভাবে।
রোগ
নির্দেশ
- সিফিলিস
- গ্যাস গ্যাংগ্রিন, টিটেনাস
- টনসিলাইটিস, ব্রংকাইটিস, সাইনোসাইটিস।
- নিউমোনিয়া, মধ্যকর্ন প্রদাহ
- ইরাইসিপেলাস বা ত্বকের সংক্রমন
প্রয়োগমাত্রা
ও ব্যবহার বিধি
বেনজাইল
পেনিসিলিন ৬ ঘন্টা অন্তর মাংশে বা প্রোকেইন পেনিসিলিন ১২ ঘন্টা অন্তর শিরা/ মাংশে।
সতর্কতা
ও যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যায় না
পেসিলিনে
অতিসংবেদনশীল রোগী, রোগাক্রান্ত কিডনী
পার্শ্ব
প্রতিক্রিয়া
·
জ্বর
·
জয়েন্টে ব্যথা
·
র্যাশ হওয়া
·
ডায়রিয়া
·
মূখ ফুলে যাওয়া
·
ইডিমা ইত্যাদি
Procain
Penicilin + Benzyl Penicilin-
Injection ১২ ঘন্টা বা ২৪ ঘন্টা অন্তর দিতে হয়।
Brand
|
Company
|
Inj./Tab./Sus.
|
|
Combipen
|
কমবাইপেন
|
Acme
|
Injection
|
Dipen
|
ডাইপেন
|
Square
|
Injection
|
Propen
|
প্রোপেন
|
Opsonin
|
Injection
|
Penicilin Injection-
I/M, I/V, ৬ ঘন্টা অন্তর দিতে হয়।
দেবার পূর্বে অবশ্যই Skin টেষ্ট করতেই
হবে।
Benzyl
Penicilin: Injection, I/M
Brand
|
Company
|
Inj./Tab./Sus.
|
|
Erapen
|
ইরাপেন
|
Gaco.
|
Injection
|
Pen-G
|
পেন-জি
|
Opsonin
|
Injection
|
Benzapen C
|
বেনজাপেন সি
|
Square
|
Injection
|
সাবধানতা
(১)
প্রদান/ব্যবহারের পূ্র্বে ঔষধের মেয়াদ দেখে নিতে হবে।
(২) ঔষধ
দেবার আগে রোগীকে জিজ্ঞাসা করূন এর আগে এ ধরণের ঔষধ খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন
তাহলে কোন ধরণের এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কিনা।
(৩) এটি
একটি এন্টিবায়োটিক ঔষধ। কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে
কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।
মন্তব্য
(১)
পার্শ্ব্প্রতিক্রিয়া গুলো সাময়িক, ঔষধ খাওয়া বন্ধ করে দিলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
(২) অবস্থার
উন্নতি না হলে রোগীকে রেফার করে নিতে হবে।
অন্যান্য
এন্টিবায়োটিকসমূহও পড়ুন
0 comments:
Post a Comment