শিরোনাম
Loading...
Monday, July 20

Info Post

Zinc Dispersible Tablet Description and Medicine
জিংক ডিসপারসিবল ট্যাবলেট


ঔষুধের পরিমান: Zinc Dispersible Tablet, 20 mg (Zinc Monohydrate BP equivalent to 20 mg elemental Zinc)- জিংক ডিসপারসিবল বড়ি, ২০ মি. গ্রা.।

যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হয়: (১) অপর্যাপ্ত খাবার অথবা বদহজম থেকে শরীরে জিংকের অভাব হলে (২) শরীরের বৃদ্ধি ব্যাহত হলে অর্থাৎ শিশু, কিশোর/কিশোরীরা ঠিকমত বেড়ে না উঠলে (৩) অরুচি (৪) চুল পড়া (৫) চামড়ার প্রদাহ বা ইনফেকশন (৬) ডায়রিয়া চলাকালীন এবং পরে (৮) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে।

সেবন মাত্রা:

*শিশু যাদের ওজন ১০ কেজির কম: ১টি বড়ি প্রতিদিন ১ বার করে – ১০ দিন সেব্য।

*শিশু যাদের ওজন ১০ থেকে ৩০ কেজি: ১টি করে প্রতিদিন ১ থেকে-২ বার করে – ১০ দিন সেব্য।

*প্রাপ্ত বয়স্ক এবং শিশু যাদের ওজন ৩০ কেজি বা তার বেশী: ১টি বড়ি প্রতিদিন ১ থেকে ৩ বার করে – ১০ দিন সেব্য।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: (১) জিংকে অতি সংবেদনশীলতা

পার্শ্ব প্রতিক্রিয়া: (১) বমি বমি ভাব বা বমি (২) ক্ষুধামন্দা (৩) পাকস্থলীতে অস্বস্তি/ব্যথা (৪) মাথা ব্যথা।

সাবধানতা: জিংক বড়ি দীর্ঘদিন ব্যবহার করা যাবে না। খাবার পরে খাওয়া ভাল।

0 comments:

Post a Comment