ঔষুধের পরিমাণ: Vitamin A Capsule (2 Lac I.U) - ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ ইন্টান্যাশনাল ইউনিট
যে উপসর্গ বা রোগে ব্যবহার করা হবে: (১) রাতকানা (২) ডায়রিয়ার পরবর্তী সময় (৩)
হাম পরবর্তী সময় (৪) নিউমোনিয়া পরবর্তী সময় (৫) শিশুর অপুষ্টি (৬) প্রসবোত্তর মা
(প্রসবের ৪২ দিনের মধ্যে।
সেবন মাত্রা:
*রাতকানা রোগীর ক্ষেত্রে: ১ম দিন ১টি, ২য় দিন ১টি এবং ১৪ তম দিন ১টি অর্থাৎ
মোট ৩টি ক্যাপসুল।
*অন্যান্য ক্ষেত্রে: ডায়রিয়া, হাম ও নিউমোনিয়া পরবর্তী সময়ে প্রতিবারে
১টি ক্যাপসুল খাওয়াতে হবে।
*অপুষ্টিতে ভোগা শিশুকে ১টি ক্যাপসুল খাওয়াতে
হবে । (শিশুর বয়স ২ বছরের মধ্যে
হলে ক্যাপসুলের মুখ কেটে ৪ ফোটা খাওয়াতে হবে ।১টি ক্যাপসুলে থাকে ৮ ফোটা এবং প্রতি
ফোটায় থাকে ২৫ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট) । ২ থেকে ৫ বছরের মধ্যে হলে ১টি ক্যাপসুল
খাওয়াতে হবে।
*প্রসবোত্তর মাকে (প্রসবের ৪২ দিনের মধ্যে) ১টি ক্যাপসুল খাওয়াতে
হবে।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: গর্ভকালীন।
পার্শ্ব প্রতিক্রিয়া: নির্দেশনা অনুসারে সঠিক মাত্রায় ব্যবহারে
তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
সাবধানতা: খেয়াল রাখতে হবে যেন মাত্রা বেশী না হয়।
মন্তব্য: রাতকানা রোধে ভিটামিন এ এর যথাযথ ব্যবহার নিশ্চিত
করার ব্যাপারে সতর্কতা আবশ্যক।
0 comments:
Post a Comment