Prof. Dr. Abul Kalam Azad (DG) |
স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য অধিদপ্তরের বিভন্ন কনটেন্ট তৈরি করে সেগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রচার করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রগ্রামের হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া।
বুধবার এ বিষয়ে চুক্তি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রগ্রামের পরিচালক কবির বিন আনোয়ার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
চুক্তির আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের তথ্য নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও ও পত্রিকার উপযোগী কনটেন্ট তৈরি করে প্রচারণা চালাবে এটুআইয়ের হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া।
উপস্থিত ছিলেন এটুআই প্রগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (লাইফস্টাইল ও হেলথ এডুকেশন) আবদুস সালাম প্রমুখ।
0 comments:
Post a Comment