শিরোনাম
Loading...
Wednesday, March 21

Info Post

উপাদান

ক্যাপসুল : প্রতিটি ক্যাপসুলে আছে সেফিউরক্সিম ২৫০ মি.গ্রা।
ট্যাবলেট : সেফিউরক্সিম ৫০০ মি.গ্রা।
ড্রাই সিরাপ : সিরাপ প্রস্তুতের পর প্রতি ৫ মিলিতে আছে সেফিউরক্সিম ১২৫ মি.গ্রা.।


রোগ নির্দেশ
  • টনসিলাইটিস, ফ্যারিনজাইটিস, স্কারলেট জ্বর এবং এরিসেপালস।
  • বিটা-হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাস দ্বারা সৃষ্ট হৃদপিন্ডের মাংসপেশীর প্রদাহ। (Endocarditis)
  • নিউমোনিয়া। ( Pneumonia), (মধ্যকর্নের প্রদাহ)
  • ষ্টেফাইলোকক্কাস ( যাহা পেনিসিলিনের তৈরি করে না) দ্বারা সৃষ্ট সংক্রমণ ও ত্বক সংক্রমণ
  • মেনিনজোক্কাস সংক্রমণ। হাড় ও অস্থিসন্ধি সংক্রমণ।
  • অপারেশন পূর্ব ও পরবর্তী সংক্রমণে প্রতিষেধক হিসেবে।


গ্রহণমাত্রা ও ব্যবহার ‍বিধি

প্রাপ্ত বয়স্ক  : ২৫০ – ৫০০ মি. গ্রা.  ৮ ঘন্টা পর পর।
অপ্রাপ্ত বয়স্ক : ১২৫ – ২৫০ মি. গ্রা. ট্যাবলেট ৮ ঘন্টা পর পর।
ড্রাই সিরাপ : ১ থেকে ২ চা চামচ ৮-১২ ঘন্টা পর পর।

খাওয়ার পরেই ওষুধ সেবন করা ভাল।


সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা ‍যাবে না

সেফালোস্পোরিনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে প্রথম ৬ মাস বয়স পর্যন্ত এটি ব্যবহার করা যাবে না।



পার্শ্ব প্রতিক্রিয়া
  • ডায়রিয়া
  • বমি বমি ভাব
  • জিহ্বার প্রদাহ
  • মুখের কোনায় ও ঠোটে ঘা
  • র‌্যাশ
  • চুলকানি
  • রক্তশূন্যতা
  • নিউট্রোপেনিয়া
  • জন্ডিস
  • মাথাব্যথা
  • অস্থিরতা ইত্যাদি


গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার

গর্ভাকালীন অবস্থায় এবং স্তন্যদান কালে সেফিউরক্সিম করা যেতে পারে। 
( ১ম মাস বাদে)।



সংরক্ষণ

ক্যাপসুল: স্বাভাবিক তাপমাত্রায় রাখুন েএবং সূযালোক থেকে দুরে রাখুন।
সাসপেনশন: তৈরির পর ১৪ দিন পরযন্ত রেখে ব্যবহার করা যাবে।



Cefuroxime: 
Injection 1 gm, 750, I/V, I/M, daily thrice 8 hourly

Cefuroxime: 
Capsule, Tablet – 250/ 500 mg, Suspension, 5 ml, Syrup-125 mg

Brand
Company
Inj./Tab./Sus.
Axetil
এক্সিটিল
Alco
Tablet/Sus.
Kilback
কিলব্যাক
Incepta
Cap.Tab.Inj.Sus.
Roxicil
রক্সিসিল
Pharmacil
Cap.Sus.Inj.
Cerox-A
সেরক্স-এ
ACI
Cap.Sus.Inj.
Sefur
সেফোর
Opsonin
Tab.Sus.Inj.
Famicef
ফেমিসেফ
Acme
Tab.Sus.
Rofurox
রফোরক্স
Radiant
Tab.Inj.Sus.
Turbocef
টারবোসেফ
Beximco
Tab.Sus.Inj.
Secomax
সেকোম্যাক্স
General
Tab.Sus.
Staxim
স্টাক্সিম
Delta
Inj.Tab.Sus.
Sefurox
সেপোরক্স
Aventis
Inj.Tab.Sus.
Xorimax
ক্সপিম্যাক্স
Sandoz
Tab.Sus.


সাবধানতা

(১) প্রদান/ব্যবহারের পূ্র্বে ঔষধের মেয়াদ দেখে নিতে হবে। 
(২) ঔষধ দেবার আগে রোগীকে জিজ্ঞাসা করূন এর আগে এ ধরণের ঔষধ খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন তাহলে কোন ধরণের এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কিনা।
(৩) এটি একটি এন্টিবায়োটিক ঔষধ। কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।


মন্তব্য

(১) পার্শ্ব্প্রতিক্রিয়া গুলো সাময়িক, ঔষধ খাওয়া বন্ধ করে দিলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
(২) অবস্থার উন্নতি না হলে রোগীকে রেফার করতে হবে।




অন্যান্য এন্টিবায়োটিকসমূহও পড়ুন

0 comments:

Post a Comment