শিরোনাম
Loading...
Wednesday, March 21

Info Post

উপাদান

ক্যাপসুল :প্রতিটি ক্যাপসুলে আছে সেফিক্সিম ট্রাইহাইড্রেট ২০০ মি.গ্রা।
সাসপেনশন: প্রতি ৫ মি.লি. এ আছে সেফিক্সিম ট্রাইহাইড্রেট ১০০ মি.গ্রা।


রোগনির্দেশ

  •         মুত্রনালীর সংক্রমণ
  •         শ্বাসতন্ত্রের সংক্রমণ ও মধ্যকর্ণের প্রদাহ।
  •         গনোকক্কাল ইউরেথ্রাইটিস।


গ্রহণমাত্রা ও ব্যবহারবিধি

ক্যাপসুল

প্রাপ্তবয়স্কমাত্রা : ১ বা ২ টি ক্যাপসুল একক বা দুটি বিভক্ত মাত্রায় ৭-১৪ দিন পর্যন্ত রোগের তীব্রতা অনুযায়ী সেব্য।

সাসপেনশন

শিশুদেরমাত্রা: দৈনিক ৮ মি.গ্রা./ কেজির হিসেবেএকক বা দুটি বিভক্ত মাত্রায় ৭-১৪দিন পরযন্ত রোগের তীব্রতা অনুযায়ী সেব্য।

৬ মাসহতে ১ বছর : ৭৫ মি.গ্রা. -  ৩/৪ চামচ।
১-৪ বছর : ১০০ মি.গ্রা -  ১ চামচ।
৪-১০ বছর : ২০০ মি.গ্রা – ২ চামচ।
১১-১২ বছর : ৩০০ মি.গ্রা.- ৩ চামচ।


সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবেনা

সেফালোস্পোরিনের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবেনা।



পার্শ্বপ্রতিক্রিয়া

  •         ডায়রিয়া
  •         বমিবমিভাব
  •         পেটেব্যাথা
  •         অজীর্ণতা
  •         মাথাব্যাথা
  •         ঝিঁমুনী


গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার

গর্ভাকালীন অবস্থায় এবং স্তন্যদানকালে সেফিক্সিন গ্রহণে বিরত থাকাই ভাল।



সংরক্ষণ

ক্যাপসুল: স্বাভাবিক তাপমাত্রায় রাখুন এবং সূর্যালোক থেকে দুরে রাখুন।
সাসপেনশন :তৈরির পর ১৪ দিন পর্যন্ত রেখে ব্যবহার করা যাবে।


Cefixim: 
Cap, Tab, Sus.—200 mg, 5 ml, Syrup – 100 mg

Brand
Company
Inj./Tab./Sus.
Ofex
ওফেক্স
Delta
Capsule/Sus.
Torecef
টরেসেফ
General
Capsule/Sus.
Cefim-3
সিপ্রোক্স
ACI
Capsule/Sus.
Ceftid
ডিএফএক্স
Opsonin
Capsule/Sus.
Emixef
ইমিক্সেফ
Incepta
Capsule/Sus.
Fix-A
ফিক্স-এ
Acme
Capsule/Sus.
Roxim
রক্সিম
SK+F
Capsule/Sus.
Triocim
ট্রাইসিম
Beximco
Capsule
Rofixim
রফিক্সিম
Radiant
Capsule
Cefcil
সেফসিল
Pharmacil
Capsule
Setic
সেটিক
Sandoz
Capsule



সাবধানতা

(১) প্রদান/ব্যবহারের পূ্র্বে ঔষধের মেয়াদ দেখে নিতে হবে। 
(২) ঔষধ দেবার আগে রোগীকে জিজ্ঞাসা করূন এর আগে এ ধরণের ঔষধ খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন তাহলে কোন ধরণের এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কিনা।
(৩) এটি একটি এন্টিবায়োটিক ঔষধ। কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।


মন্তব্য

(১) পার্শ্ব্প্রতিক্রিয়া গুলো সাময়িক, ঔষধ খাওয়া বন্ধ করে দিলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
(২) অবস্থার উন্নতি না হলে রোগীকে রেফার করতে হবে।




অন্যান্য এন্টিবায়োটিকসমূহও পড়ুন


0 comments:

Post a Comment