শিরোনাম
Loading...
Friday, March 23

Info Post

উপাদান

ইঞ্জেকশন : প্রতিটি ২ মি.লি এ্যাম্পুলে আছে জেন্টামাইসিন ২০/৮০ মি.গ্রা. সালফেট হিসেবে।


রোগ নির্দেশ

·        সেপটিসিমিয়া (Septicaemia)
·        নিওন্যাটাল সেপসিস (Neonatal sepsis)
·        মেনিনজাইটিস (Meningitis)  এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্যান্য সংক্রমণ
·        পিত্তনালীর সংক্রমণ (Billary tract infection)
·        তীব্র পায়েলোনেফ্রাইটিস (Acute Pyelonephritis)
·        প্রোটেক্ট গ্রন্থির প্রদাহ (Endocarditis) এনডোকার্ডিয়ামের প্রদাহ।


মাত্রা ও ব্যবহার বিধি

জেন্টামাইসিন ইঞ্জেকশনপেশীতে এবং প্রয়োজনবোধে শিরায় প্রয়োগ করা যায়। দৈনিক ২-৫ মি.গ্রা. প্রতি কেজি দেহ ওজনে প্রতি ৮ ঘন্টা অন্তর বিভক্ত মাত্রায়। 

শিশু (২ সপ্তাহ পর্যন্ত): প্রতি ১২ ঘন্টায় ৩ মি.গ্রা. প্রতি কেজি দেহ ওজনে।

২ সপ্তাহ থেকে ১২ বছর : প্রতি ৮ ঘন্টায় ২ মি.গ্রা প্রতি কেজি দেহ ওজনে।


সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না

জেন্টামাইসিনের প্রতি অতসংবেদনশীলতা রোগীদের ক্ষেত্রে এটি অনুপযোগী।


পার্শ্ব প্রতিক্রিয়া

·        অন্তঃকর্ণের ক্ষতি
·        কিডনীর পরিবর্তনীয় ক্ষতি
·        শ্রবণেন্দ্রীয় সংক্রান্ত কর্ণের অসুবিধা হতে পারে
·        মাথা ঝিম ঝিম করা
·        অবসাদ
·        কানে ভোঁভোঁ শব্দ করা
·        কানে হট্টগোলের শব্দ (Roaring in the ear) হওয়া
·        অসাড়তা (Numbness)
·        ত্বকে ঝিনীঝিন (Skin tingling)
·        আকস্মিকভাবে পেশী সংকুশিত হওয়া (Muscle twitching)
·        খিচুনি


Gentamaicin – 
Injection, 80 mg/ 2 ml & 20 mg / 2ml, ৮ ঘন্টা অন্তর সেব্য।


Brand
Company
Inj./Tab./Sus.
Gentin
জেন্টিন
Opsonin
Injection
Genacyn
জেনেসিন
Square
Injection
Invigen
ইনভাইজেন
Beximco
Injection



সাবধানতা


(১) প্রদান/ব্যবহারের পূ্র্বে ঔষধের মেয়াদ দেখে নিতে হবে। 

(২) ঔষধ দেবার আগে রোগীকে জিজ্ঞাসা করূন এর আগে এ ধরণের ঔষধ খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন তাহলে কোন ধরণের এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কিনা।

(৩) এটি একটি এন্টিবায়োটিক ঔষধ। কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।



মন্তব্য


(১) পার্শ্ব্প্রতিক্রিয়া গুলো সাময়িক, ঔষধ খাওয়া বন্ধ করে দিলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
(২) অবস্থার উন্নতি না হলে রোগীকে রেফার করতে হবে।




অন্যান্য এন্টিবায়োটিকসমূহও পড়ুন

0 comments:

Post a Comment