![]() |
ত্রিফলা |
হরিতকী, বহেরা আর আমলকী এই তিন ফলের
সংমিশ্রণকে একত্রে ত্রিফলা বলা হয়। বর্তমান
সময়ে
স্বাস্থ্য সুরক্ষায় অ্যালোপ্যাথিক ওষুধের
পাশাপাশি আয়ুর্বেদিকের গুণাগুণ খাটো
করে
দেখা
সম্ভব
নয়। বরং
কোনো
কোনো
ক্ষেত্রে আয়ুর্বেদিককে এগিয়ে
রাখা
সম্ভব। কেননা,
অ্যালোপ্যাথিক ওষুধের
ব্যবহারে অনেক
সময়
পার্শ্বপ্রতিক্রিয়া দেখা
যায়,
যা
আয়ুর্বেদিকের ক্ষেত্রে হয়
না।
আমাদের
দেশে
নানা
জায়গায়
আর্য়ুবেদিক ওষুধ
নানা
জায়গায়
ছড়িয়ে
ছিটিয়ে
আছে।
এমন
একটি
হলো
ত্রিফলা। এদের
যেমন
আলাদা
গুণ
আছে
তেমনি
একসঙ্গে এর
গুণাগুণের মাত্রা
আরো
বাড়িয়ে
দেয়।
ত্রিফলাতে আমাদের
স্বাস্থ্যের জন্য
কি
কি
উপকারী
গুণ
রয়েছে তা জেনে নিন-
* নিয়মিত ত্রিফলার সেবন
সিজনাল
ঠাণ্ডা,
সর্দি,
কাশি,
জ্বরের
হাত
থেকে
দূরে
রাখে।
* ত্রিফলা দেহের
ভারসাম্য বজায়
রাখে,
দেহ
পরিষ্কার রাখে
ও
প্রয়োজনীয় ভিটামিন আর
মিনারেলস দেয়।
* মানবদেহের বর্জ্য
নিষ্কাশন করা
আর
ডিটক্সিফাই (বিষমুক্ত) করায়
ত্রিফলার মোকাবেলা আর
কেউ
করতে
পারবে
না।
* কোষ্ঠকাঠিন্য দূর
করতে
ত্রিফলা কার্যকরী। এছাড়া
এটি
হজম
প্রক্রিয়া ত্বরান্বিত করতে
ও
বদহজম
জনিত
সমস্যা
দূর
করতে
সাহায্য করে।
* শরীরে ফ্যাট
সেল
জমতে
না
দিয়ে
ওজন
নিয়ন্ত্রণে রাখতে
সহায়তা
করে।
* অন্ত্রের সব
বর্জ্য
দূর
করে
খাবার
থেকে
পুষ্টি
গ্রহণ
করার
ক্ষমতা
বাড়ায়।
* এর উচ্চমাত্রার ভিটামিন সি
শরীরের
রোগ
প্রতিরোধ ক্ষমতা
বহুগুণে বাড়িয়ে
দেয়।
* ডিটক্সিফাই করে
আর
শরীরের
অভ্যন্তরীণ অঙ্গ
প্রত্যঙ্গ ভালো
রেখে
ত্রিফলা ত্বকের
উজ্জলতা বাড়ায়।
* দেহে টক্সিন
জমার
কারণে
হওয়া
চর্মরোগ যেমন
ব্রণ,
হোয়াইট
হেডস
দূরে
রাখে।
* ত্রিফলার বিভিন্ন এনজাইম
আর
অ্যান্টিঅক্সিডান্ট ত্বকের
বার্ধক্যজনিত ভাঁজ
পড়ার
হার
কমায়।
আর
তারুণ্য বজায়
রাখে।
* ত্রিফলা চুলের
প্রয়োজনীয় ভিটামিন আর
মিনারেলস সরবরাহ
করে।
* ত্রিফলার মধ্যে
থাকা
আমলকী
আর
হরিতকী
চুল
পড়া
কমায়
ও
নতুন
চুল
গজাতে
সাহায্য করে।
ত্রিফলা সেবনের
উপায়ঃ
নিয়মিত
সেবনের
জন্য
ত্রিফলার গুঁড়া
ব্যবহার করাই
উত্তম।
এক্ষেত্রে প্রতি
রাতে
এক
গ্লাস
পানিতে
এক
চা
চামচ
ত্রিফলা গুঁড়া
ভিজিয়ে
রেখে
সকালে
খালি
পেটে
পানিটা
খেয়ে
নেয়া
যেতে
পারে।
এছাড়াও
ত্রিফলার সাপ্লিমেনট পাওয়া
যায়
বাজারে। গুঁড়া
অথবা
সাপ্লিমেনট দুটোই ব্যবহার করতে
পারেন।
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.