শিরোনাম
Loading...
Sunday, August 9

Info Post


Penicillin V Tablet | Community Clinic Bangladesh | CHCP
পেনিসিলিন ভি ট্যাবলেট
উপাদান

ট্যাবলেট: ফেনোক্সিমিথাইল পেনিসিলিন ২৫০মি.গ্রা.পটাশিয়াম সল্ট।
ড্রাই সিরাপ : সিরাপ প্রস্ততের পর প্রতি ৫ মিলিতে আছে ফেনোক্সিমিথাইল পেনিসিলিন ১২৫মি.গ্রা. 


রোগ নির্দেশ 
  • টনসিলাইটিস, ফ্যারিনজাইটিস, স্কারলেট জ্বর এবং এরিসেপালস 
  • বিটা-হিমোলাইটিক ষ্ট্রেপটোকক্কাস দ্বারা সৃষ্ট হ্রদপিন্ডের মাংসপেশীর প্রদাহ নিউমোনিয়া 
  • ষ্টেফাইলোককআস  ( যাহা পেনিসিলিনেজ তৈরী করে না ) দ্বারা সৃষ্ট সংক্রমণ 
  • মেনিনজোকক্কাস সংক্রমণ
  • দাতের মাড়ীর প্রদাহ  
  • রউমেটিক জ্বরের পুনরাক্রমণ প্রতিরোধে
  • ডিপথেরিয়া , এনথ্রাক্স
  • সিফিলিস , গনোরিয়া
  • ত্বক
  • বাতজ্বর
  

গ্রহণমাত্রা ও ব্যবহার বিধি

প্রাপ্ত বয়স্ক : ২৫০-৫০০ মি.গ্রা. ৬ঘন্টা পর পর 
অপ্রাপ্ত বয়স্ক : ১২৫-২৫০মি.গ্রা. ৬ঘন্টা পর পর 
ড্রাই সিরাপ : ১   েতকে ২ চা চামচ ৬ঘন্টা পর পর 

খাওয়ার পরেই ওষুধ সেবন করা ভাল ।


সতর্কতা ও সেবন ক্ষেত্রে ব্যবহার করা ‍যায় না

পেনিসিলিন প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে বাবহার করা যাবে না


পার্শ্ব প্রতিক্রিয়া
  • বমি
  • বমি বমি ভাব 
  • পাকস্থলীর অস্বাচ্ছন্দ্য 
  • উদরাময় 
  • অতি সংবেদনশীল
  • প্রতিক্রিয়া 
  • ত্বকের শুষ্কতা 
  • মাথাধরা


গর্ভবস্থা এবং স্তন্যদানকালে ব্যাবহার

পেনিসিলিন ব্যবহার করা যায় না ।


Phonexymethyl Penicilin: Tablet/Syrup ৬ ঘন্টা অন্তর দিনে ৪ বার খেতে হয়।


Brand
Company
Inj./Tab./Sus.
Biopin
বাইয়োপিন
Bio-Pharma
Syrup
Cytapan V
সিটাপেন ভি
Edruc
Tablet/Syrup
Eracilin-K
ইরাসিলিন-কে
Gaco
Tablet/Syrup
Open
ওপেন
Opsonin
Tablet/Syrup
Oracyn-K
ওরাসিন-কে
Aventis
Tablet/Syrup
Pen-Vik
পেন-ভিক
Square
Tablet/Syrup
Pen-V
পেন-ভি
UniHealth
Tablet/Syrup



 সাবধানতা

(১) প্রদান/ব্যবহারের পূ্র্বে ঔষধের মেয়াদ দেখে নিতে হবে। 
(২) ঔষধ দেবার আগে রোগীকে জিজ্ঞাসা করূন এর আগে এ ধরণের ঔষধ খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন তাহলে কোন ধরণের এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল কিনা।
(৩) এটি একটি এন্টিবায়োটিক ঔষধ। কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।


মন্তব্য

(১) ঔষধটি বেশীদিন ব্যবহারের প্রয়োজন হতে পারে, তবে সেবাদানকারীরা একবারে সর্বোচ্চ ৫ দিনের জন্য দিতে পারেন।
(২) পার্শ্বপ্রতিক্রিয়া গুলো সাময়িক, ঔষধ খাওয়া বন্ধ করে দিলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
(৩) অবস্থার উন্নতি না হলে রোগীকে রেফার করে নিতে হবে।



অন্যান্য এন্টিবায়োটিকসমূহও পড়ুন

3 comments: