শিরোনাম
Loading...
Monday, May 2

Info Post

ওষুধ কোম্পানি লাইসেন্স বাতিল | Community Clinic Bangladesh | CHCP

কারখানার অস্তিত্ব নেই, কিন্তু বাজারে কোম্পানির ওষুধ রয়েছে আবার একই কারখানায় তৈরি হচ্ছে একাধিক কোম্পানির ওষুধ! কোনো কোনো কোম্পানি প্রকাশ্যে কারখানা বন্ধের ঘোষণা দিলেও বছরের পর বছর তাদের
নিম্নমানের ওষুধ বাজারে পাওয়া যাচ্ছে কিছু ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশের প্রমাণও মিলেছে

স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী ২০টি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বিশেষজ্ঞ দলের প্রতিবেদনে মানসম্পন্ন ওষুধ উৎপাদনে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ায় ২০টি কোম্পানির উৎপাদনের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছেকোম্পানিগুলো হলো-

1.      এক্সিম ফার্মাসিউটিক্যাল,
2.      এভার্ট ফার্মা,
3.      বিকল্প ফার্মাসিউটিক্যাল,
4.      ডলফিন ফার্মাসিউটিক্যাল,
5.      ড্রাগল্যান্ড,
6.      গ্লোব ল্যাবরেটরিজ,
7.      জলপা ল্যাবরেটরিজ,
8.      কাফিনা ফার্মাসিউটিক্যাল,
9.      মেডিকো ফার্মাসিউটিক্যাল,
10.  ন্যাশনাল ড্রাগ,
11.  নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যাল,
12.  রিমো ক্যামিকেল,
13.  রিদ ফার্মাসিউটিক্যাল,
14.  স্কাইল্যাব ফার্মাসিউটিক্যাল,
15.  স্পার্ক ফার্মাসিউটিক্যাল,
16.  স্টার ফার্মাসিউটিক্যাল,
17.  সুনিপুন ফার্মাসিউটিক্যাল,
18.  টুডে ফার্মাসিউটিক্যাল,
19.  ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যাল এবং
20.  ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড

পেনিসিলিন সেফালোস্পোরিন গ্রুপের ওষুধ উৎপাদনের অনুমতি বাতিল করার সুপারিশ করা ২২টি কোম্পানি হচ্ছে-
 
1.       আমিকো ফার্মাসিউটিক্যাল, 
2.       অ্যাজটেক ফার্মাসিউটিক্যাল, 
3.       বেঙ্গল টেকনো ফার্মা, 
4.       বেনহাম ফার্মাসিউটিক্যাল, 
5.       সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল, 
6.       ডিসেন্ট ফার্মা, 
7.       . টিআইএম ল্যাবরেটরিজ, 
8.       গ্লোবেক্স ফার্মাসিউটিক্যাল, 
9.       গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যাল, 
10.   ইনোভা ফার্মাসিউটিক্যাল, 
11.   মাকস ড্রাগস, 
12.   মেডিম্যাট ল্যাবরেটরিজ, 
13.   মডার্ন ফার্মাসিউটিক্যাল, 
14.   মাইস্টিক ফার্মাসিউটিক্যাল, 
15.   ন্যাশনাল ল্যাবরেটরিজ, 
16.   অর্গানিক হেলথ কেয়ার, 
17.   ওয়েস্টার ফার্মা, 
18.   প্রিমিয়ার ফার্মাসিউটিক্যাল, 
19.   প্রাইম ফার্মাসিউটিক্যাল, 
20.   সীমা ফার্মাসিউটিক্যাল, 
21.   ইউনাইটড ক্যামিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এবং 
22.   হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যাল লিমিটেড

অন্যদিকে পেনিসিলিন সেফালোস্পোরিন গ্রুপের এন্টিবায়োটিক, এন্টিক্যানসার ড্রাগ এবং হরমোন জাতীয় ওষুধ উৎপাদনের অনুমতি বাতিল করার সুপারিশ করা ৩টি কোম্পানি হলো-

1.       টেকনো ড্রাগস লিমিটেড ইউনিট-, 
2.       টেকনো ড্রাগস লিমিটেড ইউনিট-  
3.       টেকনো ড্রাগস লিমিটেড ইউনিট-  


ছাড়া দুটি প্রতিষ্ঠানের মানবদেহে বাহ্যিকভাবে ব্যবহার্য ওষুধ, একটিকে প্রাণিসম্পদে ব্যবহার্য ওষুধ এবং অপর একটিকে সেফালোস্পোরিন বাদে অন্য গ্রুপের ওষুধ উৎপাদনের অনুমতি অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে

0 comments:

Post a Comment