শিশুদের অসুস্থতার প্রধান কারণ হলো সর্দিকাশি ও জ্বর। বেশীর ভাগ শিশুই এই সর্দিকাশি ও জ্বরে ভুগে থাকে। মায়েরা একটু সচেতন হলে সহজে সর্দিকাশি ও জ্বরের চিকিৎসা ঘরে বসেই করতে পারেবেন। নিচে নিয়মগুলো আপনারা জেনে রাখুন।
# শিশুর সর্দিকাশি হলে বাড়িতে চিকিৎসা সেবা দেয়ার জন্য মায়েদের যা জানতে হবে:
০৪টি ধাপ অনুসরণ করুন...
১. সুস্থ অবস্থায় শিশুকে খাওয়াতে হবে
- বেশি করে তরল খাওয়াতে হবে
- বুকের দুধ বেশি খাওয়াতে হবে - শিশুকে আরও বেশি পানীয় খাওয়াতে হবে
·
২. নিরাপদ পদ্ধতিতে শিশুর গলায় আরাম দিতে হবে (বয়স ৬ মাস বা তার
উর্ধ্বে)।
-
বুকের দুধ চালিয়ে যাওয়া
-
মধু, তুলসি, আদা, ভেষজ চা এবং অন্যান্য নিরাপদ ঘরোয়া চিকিৎসা
নেয়া
-
কাশির সিরাপ না দেয়া
৩. যদি শিশুর নাক বন্ধ এবং তা খাওয়ার সময় অসুবিধা সৃষ্টি করে তাহলে
নাক পরিষ্কার কর দিতে হবে।
·
৪. নিচের লক্ষণগুলি আছে কিনা দেখুন এবং থাকলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে
আসতে বলুন
-
শিশুটি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে
-
তরল পান করতে বা বুকের দুধ খেতে পারে না
-
দ্রুত শ্বাস
-
শ্বাসকষ্ট
-
জ্বর হয়।
# শিশুর জ্বর হলে বাড়িতে চিকিৎসা সেবা দেয়ার জন্য মায়েদের যা জানতে হবে:
০৪টি ধাপ অনুসরন করুন...
২.বেশি করে তরল খাওয়াতে হবে
-
বুকের দুধ বেশি খাওয়াতে হবে
-
শিশুকে আরও বেশি পানীয় খাওয়াতে হবে
·
৩. অধিক জ্বর (>৩৮.৫ ডিগ্রি সেন্টি) জন্য প্যারাসিটামল দিন
·
৪. নিচের লক্ষণগুলি আছে কিনা দেখুন এবং থাকলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে
আসতে হবে
-
শিশুটি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে
-
তরল পান করতে বা বুকের দুধ
খেতে পারে না
0 comments:
Post a Comment