শিরোনাম
Loading...
Thursday, December 7

Info Post

Workshop on Establishing Community Clinic Corner (CCC) at Upazila Health Complex (UHC). By 2022 CBHC will be establish a CC corner in every UHC. A Standard Operation Procedure (SOP) will be developed for smooth functioning of those CC corners. Establishing a strong referral mechanism (upward&downward) is main focus of this activity under the component Upazila Health System & Referral System. 

World Health Organization (WHO) is going to conduct an Independent Evaluation of Community Clinics all over the Country. Today Evaluation team (Hera Consultants, Belgium) share their inception report with Advisory Committee. Primarily the team has visited two CC in Manikganj district. Very soon it will be scale up all over Bangladesh. More than two thousands CC, Community People's, CG & CSG Members, CHCPs, Supervisors, Managers (UH&FPO, CS) and related stakeholders will be interviewed. 

Honorable Line Director, CBHC Prof. Dr. Abul Hashem Khan was the chair of both occasions. Additional Director General, DGHS Prof. Dr. Enayet Hussain Mukul was present as Special Guest.
Line Dorector seeks all kinds of support & cooperation to all concern in this regard.

M Shamim Reza
Training Officer
Community Based Health Care (CBHC)

 অনুবাদ:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ইউএইচসি) এ কমিউনিটি ক্লিনিক কর্নার (সি.সি.সি) প্রতিষ্ঠার কর্মশালা। ২0২২ সালের মধ্যে সিবিএইচসি প্রতিটি UHC- এর মধ্যে একটি সি সি করপোরেশন স্থাপন করবে। ঐ সি.সি. কোণে মসৃণভাবে কাজ করার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেশন প্রসেসর (এসওপি) তৈরি করা হবে। একটি শক্তিশালী রেফারেল প্রক্রিয়া (ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী) স্থাপন করে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার ও রেফারেল সিস্টেমের অধীনে এই কার্যক্রমের মূল ফোকাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সারা দেশ জুড়ে কমিউনিটি ক্লিনিকগুলির একটি স্বাধীন মূল্যায়ন পরিচালনা করতে যাচ্ছে। আজ মূল্যায়ন দল (হারা কনসালটেন্টস, বেলজিয়াম) তাদের প্রতিষ্ঠা কমিটির সঙ্গে পরামর্শ কমিটির সাথে শেয়ার করে। প্রাথমিকভাবে দল মানিকগঞ্জ জেলার দুই সিসি পরিদর্শন করেছে। খুব শীঘ্রই এটি সারা দেশে স্কেল হবে। দুই হাজারেরও বেশি সিসি, কমিউনিটি পিপলস, সি জি ও সিএসজি সদস্য, সিএইচসিপি, সুপারভাইজার্স, ম্যানেজার (ইউএইচএন্ড এফপিও, সিএস) এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাক্ষাৎকার নেওয়া হবে।

মাননীয় লাইন ডিরেক্টর, সি.বি.এইচ.সি প্রফেসর ড। আবুল হাশেম খান উভয় অনুষ্ঠানের সভাপতি ছিলেন। অতিরিক্ত মহাপরিচালক, ডিজিএইচএস প্রফেসর ড। এনায়েত হোসেন মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

লাইন ডরক্টর এই বিষয়ে সব ধরনের সহযোগিতার জন্য সব ধরনের সহযোগিতা ও সহযোগিতা কামনা করে।

Shovon Mondal 
CHCP
 

0 comments:

Post a Comment